Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গবাদিপশু মহাসড়কে হাঁটলে মালিকের জরিমানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০১৯, ০১:০৩ PM
আপডেট: ২৪ মে ২০১৯, ০১:০৩ PM

bdmorning Image Preview


গরু, মহিষ, ছাগলসহ অন্যান্য গবাদিপশু মহাসড়কের নিদিষ্ট স্থান ছাড়া প্রবেশ করালে বা মহাসড়কের পাশে অবস্থান করালে গবাদিপশুর মালিককে কমপক্ষে পাঁচ হাজার টাকা জরিমানা গুণতে হবে।

এমন বিধান রেখে ‘মহাসড়ক আইন- ২০১৯’-এর খসড়া প্রণয়ন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

এছাড়া খসড়া আইন অনুযায়ী, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মহাসড়কের ওপর কোনো পণ্যসামগ্রী বা মালামাল মজুদ রাখলে কমপক্ষে ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বিষয়ে বলেন, খসড়া আইনটি এখন সংশ্লিষ্টদের মতামত নিচ্ছে মহাসড়ক বিভাগ। মতামত নেয়ার পর খসড়া চূড়ান্ত করে তা মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পাঠানো হবে বলে।

এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম বলেন, ‘বর্তমানে যে মহাসড়ক আইনটি আছে তা অনেক পুরোনো। ‘দ্য হাইওয়ে অ্যাক্ট- ১৯২৫’ দিয়ে আমরা চলছি। এর মধ্যে পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে। অনেক পরিবর্তন এসেছে। তাই এ ক্ষেত্রে নতুন আইন করা হচ্ছে।’

খসড়া আইন অনুযায়ী, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্ধারিত স্থান ছাড়া অন্য কোনো স্থান দিয়ে পদযাত্রা করা যাবে না বা এ আইনের অধীনে অনুমোদিত কার্যকলাপের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে এর কোনো স্থানে অবস্থান করা যাবে না। এ বিধান লঙ্ঘন করলে কমপক্ষে এক হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

খসড়ায় উল্লেখ করা হয়েছে- ‘ধীরগতির জন্য নির্ধারিত লেন ছাড়া মহাসড়কে মোটরযান ছাড়া অন্য কোনো যানবাহন চালানো যাবে না বা রাখা যাবে না। মহাসড়কে সরকারি গেজেটের মাধ্যমে নির্ধারিত গতিসীমা ছাড়া কোনো মোটরযান চালানো যাবে না। কেউ এ নিয়ম না মানলে তিনি কমপক্ষে ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন।’

‘ এছাড়া পার্কিংস্থান ছাড়া অন্য কোনো স্থানে মোটরযান পার্কিং করা যাবে না এবং পার্কিংয়ের ক্ষেত্রে অধিদপ্তরের নির্দেশনা মানতে হবে। এ বিধান লঙ্ঘনে সড়ক পরিবহন আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

একমুখী পথে মোটরযান ঘুরিয়ে বিপরীত দিকে চালানো যাবে না বা অনুমতি ছাড়া অন্য কোনো দিকে মোটরযান চালানো যাবে না। এ বিধান লঙ্ঘনে খসড়া আইনানুযায়ী কমপক্ষে ১০ হাজার টাকা জরিমানা হবে।

Bootstrap Image Preview