Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সকল পাবলিক পরীক্ষার ফি-টিউশন ফি দেবে সরকার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০১৯, ০৯:৩৭ PM
আপডেট: ২৩ মে ২০১৯, ০৯:৩৭ PM

bdmorning Image Preview


৬ষ্ঠ থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সব শিক্ষার্থীর পাবলিক পরীক্ষার ফি, টিউশন ফি, বই কেনা ও উপবৃত্তি দেবে সরকার। এ লক্ষ্যে ১ লাখ ৩৭ হাজার কোটি টাকার প্রকল্প চালু করা হয়েছে। পাঁচ বছর মেয়াদী এসইডিপি প্রকল্পটি বাস্তবায়নে শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক, অধ্যক্ষসহ সবার সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি।

বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এসইডিপির এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতাকালে মন্ত্রী এ আহ্বান জানান। কর্মশালায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইনসহ মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা অংশ নেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে মানসম্মত শিক্ষার বিষয়টি ছিল। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এই প্রকল্পের মাধ্যমে ৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণির সব শিক্ষার্থীর টিউশন ফি দেয়া হবে। এছাড়াও পাবলিক পরীক্ষার ফি প্রদান, বই কেনা, উপবৃত্তি ও টিউশন ফি এবং স্টকহোল্ডারদের প্রশিক্ষণ ও ওরিয়েন্টশন প্রদান করা হবে।

প্রকল্পের প্রধান বাস্তবায়নকারী সংস্থা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এছাড়া সহ বাস্তবায়নকারী হিসেবে কাজ করবে ১৩টি সংস্থা।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘যে শিক্ষা মানুষকে নৈতিক, মানবিক ও দেশ প্রেমিক হিসেবে গড়ে তুলতে পারে না সে শিক্ষা ব্যর্থ। আমাদের শিক্ষার উদ্দেশ্যই হলো দেশ প্রেমিক, নৈতিক, মানবিক ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলা। গত দশ বছরে শিক্ষাক্ষেত্রে অনেক প্রশংসনীয় অগ্রগতি হয়েছে। বিশেষ করে ঝরে পড়ার হার কমেছে, এনরোলমেন্ট বেড়েছে, নকল বন্ধ হয়েছে। এখন প্রয়োজন শিক্ষার মান বৃদ্ধি করা।’

তিনি বলেন, ‘গুণগত মান নিশ্চত করার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।’ সেই সঙ্গে স্ব স্ব ক্ষেত্রে দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।

সভাপতির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন বলেন, ‘আমাদের মানসিক অবস্থার পরিবর্তন হওয়া জরুরি। আমরা যারা সরকারি চাকরি করি আমরা মনে করি কাজ না করলে ও আমরা বেতন পাব। এ মানসিকতা দূর করতে হবে।’

তিনি বলেন, ‘আগামী দিনে যারা এ দেশটিকে নেতৃত্ব দেবে তাদের গড়ার দায়িত্ব আমাদের। এখানে ফাঁকি দেয়ার কোনো সুযোগ নেই। এখানে ফাঁকি দিলে পুরো জাতির অনেক ক্ষতি হয়ে যাবে। আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে ছোট হয়ে যাব।’

Bootstrap Image Preview