Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে ২১০টি বিদ্যালয়ের ভবনই জরাজীর্ণ, ঝুঁকিতে চলছে পাঠদান 

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৩ মে ২০১৯, ০৮:৫১ PM
আপডেট: ২৩ মে ২০১৯, ০৮:৫১ PM

bdmorning Image Preview


হবিগঞ্জের ৯টি উপজেলায় ২১০টি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনেই পাঠদান চলছে। ছাত্রছাত্রীরা ঝুঁকি নিয়ে ক্লাস করছে এসব ভবনে।  

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলায় ১ হাজার ৫২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ২১০টি স্কুলের ভবন ফাটল, ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।  

এর মধ্যে সদর উপজেলায় ১টি স্কুল, আজমিরীগঞ্জ ১১টি, বাহুবল ২৪টি, নবীগঞ্জ ২২টি, মাধবপুর ৪০টি, লাখাই ৯টি, চুনারুঘাট ৪০টি এবং বানিয়াচং উপজেলায় ৬৩টি বিদ্যালয়ের ভবন ফাটল, ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত রয়েছে।  

সম্প্রতি হবিগঞ্জ সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে ঘুরে ভয়াবহ চিত্র দেখা গেছে। স্কুলের দুটি ভবন প্রায় ৫ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে কিন্তু বিকল্প কোন ধরনের ভবন না থাকায় বাধ্য হয়েই শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা নেয়া হচ্ছে ভবনে। ভবনের দেয়ালে একাধিক ফাটল, টিনসেটের উপরে ভেঙ্গে পড়েছে। আবার কোন কোন স্থানে সিলিং ভেঙ্গে ঝুলে রয়েছে। 

যে কোন সময় সিলিং কিংবা ভবন ভেঙ্গে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে শিক্ষার্থীও শিক্ষক-অভিভাবকরা। 

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রেজ্জাক জানান, পরিত্যক্ত ভবন, জরাজীর্ণ ভবন ও ফাটলকৃত ভবনগুলো নির্মাণ ও পুনঃনির্মাণের জন্য মন্ত্রণালয়ে চিঠির মাধ্যমে লিখা হয়েছে। এছাড়া বৃষ্টি আসলে যাতে করে ক্লাসের কোন সমস্য না হয় সে জন্য স্কুলের ম্যানেজিং কমিটি ও উপজেলা শিক্ষা অফিসারদের নির্দেশ প্রদান করা হয়েছে।   


 

Bootstrap Image Preview