Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মতলব উত্তরে ঘূর্ণিঝড় ফণীতে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি ত্রাণ বিতরণ

জাকির হোসেন বাদশা,  মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৩ মে ২০১৯, ০৮:৩৩ PM
আপডেট: ২৩ মে ২০১৯, ০৮:৪১ PM

bdmorning Image Preview


মতলব উত্তর উপজেলার মোহনপুর, এখলাশপুর ও জহিরাবাদ ইউনিয়নের ঘূর্ণিঝড় ফণীতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে সরকারি ত্রাণ বিতরণ করা হয়েছে।         

বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১০টায় এখলাশপুর লঞ্চঘাট সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ করা হয়। 

এসময় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে এবং মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুল আমিন রুহুল বলেন, শেখ হাসিনার সরকার সব সময়ই জনবান্ধব সরকার। জনগণের যেকোন সুবিধা অসুবিধায় আওয়ামী লীগ সরকার পাশে থাকে। দেশে পরিবেশ বিপর্যয় দেখা দিলে সরকার তা খুব সুন্দরভাবে মোকাবিলা করে। তা শুধু শেখ হাসিনার কারণেই সম্ভব হয়।

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত চাল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত)মুরশেদুল আলম ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী মিজানুর রহমান, ইউনিয়ন চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন মুরাদ, কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আব্দুদ  রব প্রধান, সাবেক আহবায়ক এডভোকেট মহসিন মিয়া মানিক, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার হোসেন, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান, এখলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, ইউপি সদস্য মাহমুদ হোসেন।  

এসময় প্রধান অতিথি সংসদ সদস্য এডভোকেট নুরুল আমিন রুহুল ফণীর আঘাতে আহত হাসানকে নগদ অর্থ প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসেন মজুমদার, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধেশ্যাম সাহা।

গজরা ইউনিয়নের শিল্প কলা একাডেমির সামনে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহীদুল্লাহ প্রধান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হানিফ দর্জি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানাউল্লা, সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার।

এসময় উপস্থিত ছিলেন- ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার আলাউদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী নিয়াজ মোরশেদ ছোটন।    
 

Bootstrap Image Preview