Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোদাগাড়ীতে সরকারি কাজে বাঁধা ও নারী কর্মকর্তাকে নির্যাতনের অভিযোগ

গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২২ মে ২০১৯, ১২:১৯ PM
আপডেট: ২২ মে ২০১৯, ১২:১৯ PM

bdmorning Image Preview


রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মুসফিকুর রহমান শাহিনের বিরুদ্ধে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মিরাতুন নেসাকে শারীরিক ভাবে নির্যাতন ও সরকারী কাজে বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করেছেন নির্যাতনের শিকার ওই নারী ভূমি কর্মকর্তা।

মিরতুন নেসা রাজশাহী মহানগরীর হড়গ্রাম নতুনপাড়া গ্রামের বীর বিক্রম খেতাব প্রাপ্ত আব্দুল খালেকের মেয়ে।

অভিযোগ সূত্রে জানাযায়, ২১ মে মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে গোদাগাড়ী উপজেলার চব্বিশনগর হাজিপাড়া গ্রামের মৃত. ফজলুর রহমানের ছেলে মুসফিকুর রহমান শাহিন (৫৭) একটি ব্যাগে সম্পত্তির দলিল পত্র নিয়ে কাকনহাট ইউনিয়ন ভূমি অফিসে এসে টেবিলের সামনে বসে। এই সময় নারী ভূমি কর্মকর্তা  মিরাতুন নেসা অন্য একজন ভূমি মালিকের ভূমি উন্নয়ন করের চেক কাটছিলো। এই সময় মুসফিকুর রহমান শাহিন মিরাতুন নেসাকে জোর পূর্বক একটি দলিল দেখিয়ে দ্রুত খাজনার হিসাবটি জানাতে বলেন। তখন মিরাতুন নেসা তাকে কিছু সময় অপেক্ষা করতে বলে। কিন্তু মুসফিকুর রহমান শাহিন অপেক্ষা না করে নারী কর্মকর্তা মিরাতুন নেসাকে গালিগালাজ করতে থাকে এবং জোর পূর্বক হাত থেকে কলম কেড়ে নেয়। এই সময় তাকে বাঁধা দেওয়া হলে সে ওই নারী কর্মকর্তাকে শারীরিকভাবে নির্যাতিন করে।

এই সময় মিরাতুন নেসা চিৎকার করিলে অফিসের অন্য কর্মচারীরা জরো হতে থাকলে অভিযুক্ত মসুফিকুর রহমান দ্রুত পালিয়ে যায়। যাওয়ার সময় পুনরায় তাকে পরবর্তিতে দেখে নেওয়ার হুমকি দেয়।

অভিযুক্ত মুসফিকুর রহমান শাহিন সম্পর্কে এলাকাবাসী জানান, সে নিজেকে কোর্টের এ্যাডভোকেট হিসেবে পরিচয় দিয়ে চলাফেরা করে। সে বিভিন্ন দালালি ও জালিয়াতি কাজের সাথে জড়িত। অনেক মানুষকে মিথ্যা ও হয়রানী মূলক মামলা দিয়ে মানুষকে বিপদে ফেলে টাকা উপার্জন করে।

সরকারি কাজে বাঁধা ও নারী কর্মকর্তাকে নির্যাতনের বিষয়ে মঙ্গলবার রাতে মুসফিকুর রহমান শাহিনের সাথে মোবাইল ফোনে ৪ বার কলে দিলেও রিসিভ করেনি। পঞ্চমবার ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।

এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি  জাহাঙ্গীর আলম এজাহার পাওয়া সত্যতা নিশ্চিত করে বলেন , বিষয়টি তদন্ত করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

Bootstrap Image Preview