Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালীতে কৃষকের লাশ উদ্ধার, আটক-২

নুর উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১ মে ২০১৯, ০৮:১০ PM
আপডেট: ২১ মে ২০১৯, ০৮:১০ PM

bdmorning Image Preview
প্রতীকী


নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখালী ইউনিয়নের শ্রীনগর গ্রাম থেকে নুরুল আমিন (৫৫) নামে এক কৃষকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে চাটখিল থানা পুলিশ।

সোমবার (২০ মে) রাত ১২ টার দিকে নিহতের বাড়ির সুপারি বাগান থেকে রক্তাক্ত লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, নিহত নুরুল আমিন দক্ষিণ-পশ্চিম শ্রীনগর গ্রামের প্রয়াত আলী আকবরের ছেলে। সে ২ কন্যা সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাশের পাশে একটি হাতুড়ি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে হাতুড়িটি দিয়ে পিটিয়ে এবং শ্বাসরোধ করে তাকে নির্মমভাবে হত্যা করেছে খুনিরা। এ ঘটনার পরপরই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন রানা এবং রুবেল হোসেন নামে দুজনকে আটক করে।

স্থানীয়রা জানাই,নুরুল আমিন স্থানীয় মসজিদে তারাবি নামাজ শেষে বাড়িতে যাবার পথে নিখোঁজ হন এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে নিহতের ঘরের পাশের সুপারি বাগানে তার লাশ পাওয়া যায়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে জড়িতদের শাস্তির ব্যবস্থা করা হবে।

Bootstrap Image Preview