Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইউরেনিয়াম সমৃদ্ধের পরিমাণ ৪ গুন বাড়িয়েছে ইরান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০১৯, ০১:৫৯ PM
আপডেট: ২১ মে ২০১৯, ০১:৫৯ PM

bdmorning Image Preview


ইরানের স্বল্পমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার পরিমাণ চার গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

দেশটির আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি তেহরানে এক বক্তব্যে জানান, গত সোমবার থেকে নাতাঞ্জ পরমাণু স্থাপনায় ৩.৬৭ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার পরিমাণ চারগুণ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে কামালবান্দি জানান।

তিনি বলেন, পরমাণু সমঝোতায় ইরানকে যেসব অর্থনৈতিক সুবিধা দেয়ার কথা বলা হয়েছিল তা দিতে বাকি পক্ষগুলো ব্যর্থ হয়েছে।

কামালবান্দি বলেন, ইউরোপিয়ানরা ইরানকে প্রয়োজনীয় সুবিধা দিতে ব্যর্থ হলে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা আরও বাড়িয়ে দেবে।

পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় ইরানকে সর্বোচ্চ ৩.৬৭ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেয়া হয়েছে। উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম বেসামরিক কাজে লাগানোর পাশাপাশি পরমাণু অস্ত্র তৈরির কাজেও লাগানো সম্ভব। তবে ইরান শুরু থেকেই বলে এসেছে, পরমাণু অস্ত্র তৈরির কোনো অভিপ্রায় তার নেই।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তেহরান এখন থেকে আর সমৃদ্ধ ইউরেনিয়াম ও ভারী পানি অন্য দেশের হাতে তুলে দেবে না।

Bootstrap Image Preview