Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিলেন বিড়ি ভোক্তারা

শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ২০ মে ২০১৯, ০৮:৩৭ PM
আপডেট: ২০ মে ২০১৯, ০৮:৩৭ PM

bdmorning Image Preview


বিড়ির উপর বৈষম্যমূলক অতিরিক্ত শুল্ক প্রত্যাহার এবং ভারতের ন্যায় বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণার দাবিতে যশোরের বৃহত্তর শার্শা অঞ্চলের বিড়ি ভোক্তা পক্ষের ব্যানারে পথসভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২০ মে) সকাল ১১টার দিকে যশোর সাতক্ষীরা মহাসড়কে নাভারন সাতক্ষীরা মোড়ে এ পথসভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বিড়ি ভোক্তা পক্ষের সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, ভোক্তা পক্ষের সাধারণ সম্পাদক মুনসুর আলী, মায়া খাতুন, আবু রাসেল, বিজল, মোজাম্মেল হক, আমিনুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া কুটির শিল্প তথা বিড়ি শিল্প বাপ দাদার আমল থেকে অদ্যবদি আমরা দেখেছি এবং ধুমপান করছি। প্রতিবছর বিড়ির দাম বৃদ্ধি করা হয় এবং বছর এলেই আমরা আতঙ্কে থাকি কখন এর মূল্য আবারো বেড়ে যায়।

বক্তারা অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে আরো বলেন, সিগারেটের উপর প্রয়োজনে অতিরিক্ত কর বসিয়ে বিড়ির উপর অতিরিক্ত কর প্রত্যাহার করতে হবে। তা না হলে বিড়ি ধুমপায়ীরা আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

মানববন্ধন শেষে যশোর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিনের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন আকিজ গ্রুপের নাভারণ শাখার এসেসট্যান্ট ম্যানেজার শান্ত কুমার সাহাসহ ভোক্তা পক্ষের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

Bootstrap Image Preview