Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাবনায় চিকিৎসকের কিল ঘুষিতে রোগীর বাবা জখম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০১৯, ১০:২৭ PM
আপডেট: ১৯ মে ২০১৯, ১০:২৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের বিরুদ্ধে রোগীর বাবাকে কিল-ঘুষি মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। 

শনিবার (১৮ মে) বিকেলে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঘটনার পর থেকে হাসপাতালের চিকিৎসক বেড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিলন মাহমুদ কর্মস্থল ছেড়ে আত্মগোপন করেছেন। ওই দিন রাতেই এ ব্যাপারে বেড়া মডেল থানায় একটি অভিযোগও দেওয়া হয়েছে।

থানার অভিযোগ সূত্রে জানা গেছে, বিকেলে বেড়া উপজেলার সানিলা গ্রামের রাজেম মোল্লার ছেলে সোনাই মোল্লা (৩৫) তার অসুস্থ ছেলেকে নিয়ে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় সোনাই মোল্লা তার ছেলেকে চিকিৎসা দেওয়ার কথা বললে ডা. মিলন মাহমুদ উত্তেজিত হয়ে পড়েন।

তিনি সোনাই মোল্লাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন এবং সোনাই মোল্লার বাইসাইকেল লাথি দিয়ে ফেলে দেন। এতে সোনাই মোল্লার বাঁ চোখে আঘাত লাগে ও ঠোঁট ফেটে যায়। এ ছাড়া শরীরের নানাস্থানে জখম হয়।

আহত সোনাই মোল্লা বলেন, আমি ছেলেকে নিয়ে তাড়াহুড়ায় বাইসাইকেল হাসপাতালের গেটে রেখে ঢুকে পড়েছিলাম। ডা. মিলন মাহমুদ বাইসাইকেলটি লাথি মেরে ফেলে দেন। আমি ছেলের চিকিৎসার বিষয়ে কথা বলতে চাইলে, কোনো কিছু বোঝার আগেই আমাকে অহেতুক মারধর করে রক্তাক্ত করেন। এখন ছেলের সাথে আমি নিজেও হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি।

এই বিষয়ে পাবনার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. কেএম আবু জাফর বলেন, বিষয়টি মৌখিক ভাবে শুনেছি। ঘটনা জেনে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ মাহমুদ বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview