Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাবেক নেতার আঙ্গুল কেটে নেয়ায় ছাত্রলীগের কমিটি বাতিল

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৯ মে ২০১৯, ০৫:২১ PM
আপডেট: ১৯ মে ২০১৯, ০৫:৪১ PM

bdmorning Image Preview


জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরার কলারোয়ায় ছাত্রলীগ নেতা নাইস ও তার সহযোগিদের হাতে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইলেট্রনিকস ব্যবসায়ী তুষারের ডান হাতের চার আঙ্গুল কেটে নেয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

শনিবার (১৮ মে) রাতে আহত তুষারের চাচা আবু সিদ্দিক গাজী বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান নাইসসহ ৭ জনকে আসামি করে এ মামলাটি দায়ের করেন।

পুলিশ ইতিমধ্যে এ মামলার অন্যতম আসামি রেজাউল ইসলামকে গ্রেফতার করেছে।

এ দিকে, এ ঘটনার পর কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে কলারোয়া উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু।

আহত তুষারকে বর্তমানে ঢাকার মোহাম্মদপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তারা বাবা মুনসুর গাজী।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান জানান, এ ঘটনায় ইতিমধ্যে এ মামলার অন্যতম আসামি রেজাউল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের চিরুনি অভিযান চলছে।

Bootstrap Image Preview