Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেহরির সময় স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরে ফেললেন স্ত্রী

নারী ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০১৯, ০৩:৫৭ PM
আপডেট: ১৮ মে ২০১৯, ০৩:৫৭ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের গনেশপুর গ্রামে নজরুল মোড়ল ওরফে নজু (৪৮) নামে এক ব্যক্তিকে হাতুড়ি পিটিয়ে হত্যা করেছে তার স্ত্রী।

শনিবার ভোররাতে সেহরির সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সকালে নিহতের স্ত্রী ফিরোজা বেগমকে (৩৭) আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। নিহত নজরুল ইসলাম মোড়ল পার্শ্ববর্তী চাঁদকাটি গ্রামের মৃত সুরমাতুল্লার ছেলে।

খলিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর রহমান জানান, গনেশপুরে বসবাসরত চাঁদকাটি গ্রামের মৃত সুরমাতুল্লার ছেলে নজরুল মোড়লের সঙ্গে দুধলী গ্রামের ফিরোজা বেগমের তিন বছর আগে বিয়ে হয়। ফিরোজা বেগম মানসিক ভারসম্যহীন। ভোররাতে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্বামীকে হত্যা করেন ফিরোজা বেগম। সকালে বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়রা ফিরোজা বেগমকে আটক করে পুলিশে দেয়।

এ বিষয়ে পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview