Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরায় আইক্রিম ফ্যাক্টরীতে অভিযান, ৫ হাজার টাকা জরিমানা

রাহাত রাজা, সাতক্ষীরা প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৬ মে ২০১৯, ০৯:০৭ PM
আপডেট: ১৬ মে ২০১৯, ০৯:০৭ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার কুলিয়ায় নিউ সুপার আইসক্রিম ফ্যাক্টরীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। 

সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক অভিযান পরিচালনা করে খাদ্যে ভেজাল, কাপড়ের রং, নোংরা পরিবেশ ধরা পরে।

এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ এর ৪৪ ধারায় প্রতিষ্ঠানের পরিচালক দক্ষিণ কুলিয়ার মমত ফজর আলীর ছেলে মোহাম্মদ আলীকে ৫ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে খাদ্যে ভেজাল মেশানো বন্ধসহ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। 

উল্লেখ্য, বছরের বিভিন্ন সময় ঐ ফ্যাক্টারীতে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হলেও দীর্ঘদিন ধরে এই অপকর্ম করে চলেছেন প্রতিষ্ঠান পরিচালক মোহাম্মদ আলী। 
 

Bootstrap Image Preview