Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, আগষ্ট ২০১৯ | ২ ভাদ্র ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

মাগুরায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে নিহত ১, আহত ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০১৯, ১০:৩৫ AM
আপডেট: ১৬ মে ২০১৯, ১০:৩৫ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের দমদম গ্রামে এক বাড়িতে বৈদ্যুতিক তারের শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় মুরাদ (২৮) নামে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

জগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম জানান, রাত ১০টার দিকে দমদম গ্রামের শামীম হোসেনের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন ধরে যায়। এ সময় আগুন নিভাতে গিয়ে প্রতিবেশি মুরাদ অগ্নিদগ্ধ হয়ে মারা যায় ও বাড়িওয়ালা শামীম ও মনিরুল অগ্নিদগ্ধ হলে তাদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।

আজ সকালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর সেখানে যান এবং ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতার কথা বলেন।

Bootstrap Image Preview