Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় ২ কারাবন্দির মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০১৯, ১০:১৬ AM
আপডেট: ১৬ মে ২০১৯, ১০:১৬ AM

bdmorning Image Preview
সংগৃহীত


ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ কারাবন্দির মৃত্যু হয়েছে। তারা হলেন- বিডিআর বিদ্রোহ মামলার আসামি হাবিবুর রহমান (৫২) ও জামাল ড্রাইভার (৬৫)। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট হাসপাতাল মর্গে রয়েছে।

জানা গেছে, বুধবার (১৫ মে) দিবাগত রাতে হাসপাতালে চিকিৎসাধীন বিডিআর বিদ্রোহ মামলার আসামি হাবিবুর রহমান ও দুপুরে নারায়ণগঞ্জ ফতুল্লার জামাল ড্রাইভার নামে আসামির মৃত্যু হয়।

এবিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) কারারক্ষী মো. রবিউল ইসলাম জানান, বিডিআর বিদ্রোহ মামলার আসামি হাবিবুর রহমান (৫২) ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলো। সেখানে অসুস্থ হয়ে পরলে গত ৩ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার (১৫ মে) রাতে তার মৃত্যু হয়।

এদিকে ওই দিনে দুপুর ১টার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে অচেতন অবস্থায় হাজতি জামাল ড্রাইভার (৬৫) কে ওই হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পিতার নাম মৃত আমিন উদ্দিন, তার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায়। রবিউল ইসলাম আরও জানান, মৃত হাবিলদার হাবিবুরের সাত বছরের সাজা হয়েছিলো। তার বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায়।

Bootstrap Image Preview