Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোপন বৈঠকের অভিযোগে ‘জামায়াতের’ ৪৮ নারী আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০১৯, ০৯:৫১ PM
আপডেট: ১৪ মে ২০১৯, ০৯:৫১ PM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গোপন বৈঠক করার অভিযোগে 'মহিলা জামায়াতের' ৪৭ জন নেতাকর্মীসহ ৪৮ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের টিটু মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় গোপন বৈঠক চলাকালে ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা জামায়াতের ৪৭ নেতাকর্মীসহ বাড়ির মালিক টিটু মিয়াকে আটক করা হয়।

তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদী বই, লিফলেট ও চাঁদার টাকা আদায়ের রশিদ উদ্ধার করা হয়। তারা আসন্ন ঈদকে সামনে রেখে বড় ধরণের কোনো নাশকতা করার পরিকল্পণা করছিলো বলে ধারণা করছে পুলিশ।

এ বিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, মহিলা জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে টিটু মিয়ার বাড়ি থেকে ৪৭ জন নারীসহ বাড়ির মালিক টিটু মিয়াকেও আটক করা হয়। তারা সবাই ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা জামায়াতের নেতাকর্মী।

এ সময় উদ্ধার করা হয় কিছু জিহাদি বই, লিফলেট ও চাঁদার টাকা আদায়ের রশিদ। ঈদকে সামনে রেখে তারা চুয়াডাঙ্গা জেলায় নাশকতার পরিকল্পনা করছিল বলে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

Bootstrap Image Preview