Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নীলফামারী জেলায় জিপিএ-৫ পেয়েছে ১১১৬ শিক্ষার্থী

এম এ মোমেন, নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ০৬ মে ২০১৯, ০৮:৫৭ PM
আপডেট: ০৬ মে ২০১৯, ০৮:৫৭ PM

bdmorning Image Preview


নীলফামারী জেলায় এসএসসিতে এবার পাসের হার ৮৪.৫৪ শতাংশ। আর গোটা জেলায় জিপিএ-৫ পেয়েছে ১১১৬ জন পরীক্ষার্থী।

সূত্র জানায়, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ২৩ হাজার ১০৮ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ১৯ হাজার ৫৩৬ জন।

ছাত্র ১১ হাজার ৯১২ জনের মধ্যে পাস করেছে ৯ হাজার ৮৯৯ জন এবং ১১ হাজার ১৯৬ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ৯ হাজার ৬৩৭ জন। পাসের ক্ষেত্রে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা।

মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে শীর্ষে রয়েছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ১৮৩ জন।

সরকারি কারিগরি স্কুল ও কলেজ থেকে শতভাগ পাসসহ জিপিএ ৫ পেয়েছে ৯৭ জন। লায়ন্স স্কুল ও কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে ৬৯ জন। নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৬৯ জন, নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৪৯ জন, সানফ্লাওয়ার স্কুল ও কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে ৪৩ জন। আল ফারুক একাডেমী থেকে জিপিএ ৫ পেয়েছে ৩২ জন। আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে ১১ জন।

Bootstrap Image Preview