Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘বৈশাখ পালন হারাম’ বলে চাকরিচ্যুত ইমাম, মুসল্লি-পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০১৯, ১০:০৮ PM
আপডেট: ০৩ মে ২০১৯, ১০:০৮ PM

bdmorning Image Preview
ছবিটি প্রতীকী অর্থে ব্যবহৃত


পহেলা বৈশাখ পালন ও মঙ্গল শোভাযাত্রা করা হারাম বলায় মসজিদ থেকে ইমামকে চাকরিচ্যুত করার ঘটনায় মুসল্লিদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ ও ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ মে) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর বাজার জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। চাকরিচ্যুত ইমামের নাম মাওলানা ওমর ফারুক।

স্থানীয়রা জানান, পহেলা বৈশাখের আগে খুতবার আলোচনায় ইমাম মাওলানা ওমর ফারুক পহেলা বৈশাখ পালন ও মঙ্গল শোভাযাত্রা করা হারাম বলে জানান। পরে বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সভাপতি শিল্পপতি জামাল উদ্দিন ও কয়েকজন প্রতিবাদ করেন।

পরবর্তীতে ১৯ সদস্য বিশিষ্ট মসজিদ কমিটির ৬ জন সদস্য জরুরি বৈঠক করে ইমাম ওমর ফারুককে চাকরিচ্যুত করেন। এরপর আজ সুক্রবার জুমার নামাজে আসা মুসল্লিরা এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন। এ সময় মসজিদ প্রাঙ্গণে উত্তেজনা দেখা দেয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মুসল্লিদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে ও কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে তিনজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হন।

মসজিদ কমিটির সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, পহেলা বৈশাখ নিয়ে বির্তকিত আলোচনা করায় সভাপতি জামাল উদ্দিন কমিটির কয়েকজনকে নিয়ে বৈঠক করে ইমাম ফারুককে বিদায় করে দেন। এ নিয়ে মুসল্লিদের মধ্যে উত্তেজনা দেখা দিলে এ ঘটনা ঘটে।

ইউপি চেয়ারম্যান খলিলুর আরও বলেন, এ ঘটনার পর বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান শেখ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা জাবেদ কাউছার ঘটনাস্থল পরিদর্শন করে আগামী ৭ দিনের মধ্যে মসজিদের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করার নির্দেশ দেন।

বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান শেখ জানান, ঘটনাস্থলে মুসল্লিদের মধ্যে উত্তেজনা দেখা দেয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ।

Bootstrap Image Preview