Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ওরস শরীফ থেকে ফেরার পথে উল্টে গেল বাস, আহত ৪৮

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০৭:৩৮ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০৭:৩৮ PM

bdmorning Image Preview


নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় ওরস শরীফ থেকে ফেরার পথে যাত্রীবহী বাস উল্টে ৪৮ জন আহত হয়েছেন।

রবিবার (২৮ এপ্রিল) বিকেলে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার রংপুর সড়কের রনচন্ডির ধরেয়ার বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতাল এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশংঙ্কাজনক।

আহতদের অনেকে জানান, ওরসে অংশ নিতে আসে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী হতে নীলফামারী জেলা ডোমার উপজেলার খাটুরিয়া গ্রামে অবস্থিত চিশতিয়া নক্সাবন্দী আলিয়া দরবার শরীফের দুই দিনব্যাপী বার্ষিক ওরস শেষে আখেড়ি মোনাজাত শেষ হয় রবিবার। ওরস শেষে তারা রির্জাভ করা বাসযোগে ফিরে যাওয়ার পথে নীলফামারী কিশোরীগঞ্জ উপজেলার রংপুর সড়কের রনচন্ডির ধরেয়ার বাজার সংলগ্ন এলাকায় বাসের সামনের একটি চাকা ব্লাস্ট হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি সড়কের ধারে একটি বড় খাদে উল্টে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের দুর্ঘটনা দেখতে পেয়ে কিশোরীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিয়ে স্থানীয়রা ভেতরে থাকা যাত্রীদের উদ্ধারের চেষ্টা করেন। এর মাঝে ফায়ার সার্ভিস এসে যাওয়ায় আহত ৪৮ জনকে উদ্ধার করে আহতদের স্থানীয় সরকারি হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

কিশোরীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রেদোয়ানুল জামান বলেন, আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশংঙ্কাজনক।

কিশোরীগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছন।

Bootstrap Image Preview