Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে শেষ হলো ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯, ১০:৩৩ PM
আপডেট: ২৫ এপ্রিল ২০১৯, ১০:৩৩ PM

bdmorning Image Preview


‘বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মুল শক্তি’ এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শেষ হলো ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে সরকারি বালক বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড এ অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে সেরা স্টলগুলোকে পুরুস্কৃত করা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় গত ২৫ এপ্রিল এ মেলার উদ্বোধন করা হয়। এতে ৩৭টি প্রকল্পের মধ্যে ৩টি ক্যাটাগরিতে ১৮টি বিদ্যালয়, ৪টি কলেজ ও ৬টি ক্লাবের প্রায় অর্ধশত শিক্ষার্থী স্টল প্রদর্শন করেন।

জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এনএম শাহজালাল, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামান।

এ ছাড়াও উপস্থিত ছিলেন সরকারি জেলা শিক্ষা অফিসার তাসলিমা খাতুন, অনুষ্ঠানের সমন্বয়ক ও জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোজাফফর হোসেন পলাশ, এ কে এম ফয়সানুল কবির।

Bootstrap Image Preview