Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নান্দাইলে ২৫টি কমিউনিটি ক্লিনিক নির্মাণে টেন্ডার আহ্বান 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯, ১০:৩২ PM
আপডেট: ২৪ এপ্রিল ২০১৯, ১০:৩২ PM

bdmorning Image Preview


ময়মনসিংহের নান্দাইল উপজেলায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাংলাদেশ সরকারের প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে ২৫টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ কাজের টেন্ডার আহ্বান করা হয়েছে।

জানা যায়, চলতি অর্থ বছরেই নান্দাইল উপজেলার ১০টি ইউনিয়নে ২৪টি পুনঃনির্মাণ ও ১টি নতুন কমিউনিটি ক্লিনিকের নির্মাণ কাজ শুরু হবে।

তন্মধ্যে নান্দাইলের বেতাগৈর ইউনিয়নের অলিরঘাট, লোহিতপুর, আতারামপুর কমিউনিটি ক্লিনিক, মোয়াজ্জেমপুর ইউনিয়নের সৈয়দগাও, কপালহর, নান্দাইল ইউনিয়নের রসূলপুর, দাতারাটিয়া, সাভার, চন্ডীপাশা ইউনিয়নের বারুইগ্রাম, চামারুল্লাহ, গাঙ্গাইল ইউনিয়নের শাইলধরা, সুন্দাইল, রাজগাতী ইউনিয়নের খলাপাড়া, মুশুল্লী ইউনিয়নের পালাহার, মুশুল্লী চপই, সিংরইল ইউনিয়নের উদং নবীপুর, নারায়নপুর, হরিপুর, শেরপুর ইউনিয়নের মেরাকোনা, খারুয়া ইউনিয়নের বেলতৈল, বনগ্রাম, হালিউড়া ও নাগপুর কমিউিনিটি ক্লিনিক পুনঃনির্মাণ করা হবে।

এ ছাড়া রাজগাতী ইউনিয়নের বনাটি গ্রামে নতুন করে ১টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হবে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী এনামুল হক বলেন, কমিউনিটি ক্লিনিকগুলো নির্মাণ ও সুসজ্জিত বেষ্টিত হলে ক্লিনিকগুলোতে চিকিৎসাসেবার মান আরো বেড়ে যাবে।

Bootstrap Image Preview