Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সুমধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত করে শোনাতেন শিশু জায়ান: পার্থ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯, ১০:৩৬ PM
আপডেট: ২৩ এপ্রিল ২০১৯, ১০:৩৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


শ্রীলংকায় হোটেলে ভয়াবহ বোমা হামলায় নিহত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান। ৮ বছরের ছোট্ট জায়ান ছিল বেশ আদরের। পরিবারের সবাইকে মাতিয়ে রাখত সে। শেখ সেলিমের নাতি জায়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনারও বেশ প্রিয় ছিল। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলেই দাদু বলে জড়িয়ে ধরত জায়ান।

এসব তথ্য জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তবে আদরের জায়ানের আরেকটি গুণের কথা জানালেন তার মামা আন্দালিব রহমান পার্থ।

পার্থ জানান, ‘শান্ত মেজাজের শিশু জায়ানের কোরআন তিলাওয়াতও ছিল খুব সুন্দর। উত্তরা সান-বীম স্কুলের ক্লাস টু-এর ছাত্র জায়ান সুমধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত করে শোনাতেন সবাইকে। তাছাড়া ক্রিকেটের প্রতিও তার প্রচুর আগ্রহ ছিল। পড়াশোনা শেষে বাসার সামনের জায়গাটুকুতে সে ব্যাট বল নিয়ে নেমে যেত।’

জায়ানের সুন্দর তিলাওয়াতে মুগ্ধ ছিলেন তার দাদু প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলে তিনি শিশু জায়ানের কাছে তিলাওয়াত শুনতে চাইতেন। প্রধানমন্ত্রীর এমন আবদারে অনেক সময় ছোট্ট জায়ান বলতে, আমি তো ওজু করে আসিনি। পরে দৌড়ে গিয়ে সে ওজু করে আসত।

ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র ৮ বছর বয়সী জায়ানের তিলাওয়াত শোনার জন্য পরিবারের বড়রাও তাকে কাছে ডেকে নিতেন। জায়ানের কোরআন তিলাওয়াত শুনে মুগ্ধ হতেন পরিবারের সবাই।

এদিকে শ্রীলংকায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর (৮) লাশ বুধবার দেশে আনা হবে বলে জানা গেছে।

Bootstrap Image Preview