Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারী ইউপি সদস্যাকে মারধরের ঘটনায় চেয়ারম্যানের জামিন

চৌহালী প্রতিনিধি
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ০৬:২৮ PM
আপডেট: ২১ এপ্রিল ২০১৯, ০৬:২৮ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জের চৌহালীতে নারী সদস্যকে মারপিটের অভিযোগ এনে দায়ের করা মামলায় উমারপুর ইউপি চেয়ারম্যান আবদুল মমিন মন্ডল জামিন পেয়েছেন।

রবিবার (২১ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে মামলার প্রধান আসামি মতিন মন্ডল জামিনের আবেদন করেন। আদালতের বিচারক হাবিবুর রহমান উভয়পক্ষের শুনানী শেষে তার জামিন মুঞ্জুর করেন।

এর আগে গত ২৭ মার্চ দুপুরে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে উমারপুর ইউপি চেয়ারম্যান ও ইনিয়ন আ.লীগের সভাপতি আবদুল মতিন মন্ডলের কাছে ইউপি সদস্যা আলেয়া খাতুন অতিরিক্ত ভিজিডি কার্ড দাবি করে। তখন তিনি না করলে বাগবিতণ্ডার এক পর্যায়ে চেয়ারম্যানের উপর হামলা চালায়। তখন উভয়ই সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে স্থানীয়রা এসে তাদের সরিয়ে দেন। এ ঘটনায় ঐ নারী কানে আঘাতপ্রাপ্ত হলে টাঙ্গাইলের নাগরপুর হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঐ ঘটনায় নারী ইউপি সদস্য আলেয়া খাতুনের ছেলে উমারপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিলন পাশা বাদী হয়ে ১ এপ্রিল সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট্র আদালতে ইউপি চেয়ারম্যান মতিন মন্ডলসহ তিন জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

চেয়ারম্যান আব্দুল মতিন জানান, দুর্ধর্ষ ঐ নারী সদস্য ২১টি ভিজিডি কার্ড নিয়ে ৩০/৩৫ জনের কাছে বিক্রি করেছে। বঞ্চিতরা তাকে চাপ দিলে আমার কাছে সে অতিরিক্ত কার্ড দাবি করে। আমি অপারগতা প্রকাশ করায় সে আমাকে মারধর করে। এটা প্রত্যক্ষদর্শীরা সবাই জানে। আবার আমাকে মিথ্যা সাজানো মামলা দিয়ে হয়রানী করছে। সত্য কখনো চাপা থাকে না। এর জয় হবেই।

Bootstrap Image Preview