Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেঞ্চুগঞ্জে ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং বন্ধের দাবিতে সড়ক অবরোধ

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ০৩:৩৭ PM
আপডেট: ২১ এপ্রিল ২০১৯, ০৩:৩৭ PM

bdmorning Image Preview


নিয়মিত বিদ্যুৎ সরবরাহ ও ঘন ঘন লোডশেডিং বন্ধসহ পল্লী বিদ্যুৎ কর্মচারীদের বৈষম্যের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারা ইউনিয়নের কটালপুর এলাকাবাসী।

আজ রোববার (২১ এপ্রিল) সকাল ১০টায়  বিক্ষুব্ধ এলাকাবাসী সিলেট-মৌলভীবাজার সড়ক অবরোধ করেন। এসময় সড়কের দু'পাশে শতাধিক যানবাহন  আটকা পড়ে। পরে সকাল ১১ টার  দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার আয়েশা হকের   আশ্বাসের ভিত্তিতে এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নেন।

বিক্ষোভকারীরা জানায়, গত কয়েকদিন ধরে উত্তর কুশিয়ারা ইউনিয়নে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। ফেঞ্চুগঞ্জের অন্য এলাকায় বিদ্যুৎ থাকলেও উত্তর কুশিয়ারা ইউনিয়নকে লোডশেডিং করে অন্ধকারে ডুবিয়ে রাখা হয়। ঝড় তুফান হলে ৭২ ঘণ্টার পরও বিদ্যুৎ পাওয়া যায় না। এজন্য তারা বিদ্যুৎ কর্মচারীদের বৈষম্য ও অবহেলাকে দায়ী করেন। 

এলাকার বাসিন্দা ও স্কুল ছাত্র কামিল আহমদ জানান, সামনে আমাদের স্কুলের প্রথম সাময়িক পরীক্ষা কিন্তু সন্ধ্যার পর ঘন ঘন লোডশেডিংয়ের কারণে আমাদের পড়ালেখা করতে সমস্যা হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন বলেন, ফেঞ্চুগঞ্জের অন্য এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকলেও কটালপুরে বিদ্যু থাকে না। এজন্য তিনি বিদ্যুৎ কর্মচারীদের অবহেলাকে দায়ী করেন।

Bootstrap Image Preview