Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মামাকে বাঁচাতে টিএসসিতে খাবার বিক্রি করছেন ঢাবি ছাত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০২:১৪ PM
আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ০২:১৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রিকশাচালক মামার চিকিৎসা সেবার খরচ চালাতে ছাত্র-শিক্ষক কেন্দ্রে(টিএসসি) স্টল বসিয়ে বাঙালি ঐতিহ্যবাহী খাবার বিক্রি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী। ওই ছাত্রী ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে (আইইআর) চতুর্থ বর্ষের অধ্যয়নরত। 

ওই স্টলে বিক্রি করছে পায়েস, ভাত, মুরগি, মাছ-বেগুন ভাজা, বিভিন্ন ধরনের ভর্তাসহ বাঙালি ঐতিহ্যবাহী খাবারের পসরা নিয়ে বসেছেন। স্টলের পাশেই খাবারের তালিকা টানানো রয়েছে।

ফারজানা বলেন, আমার মামার হার্টের তিনটা রিং পরানো দরকার। তার একটা অপারেশন হয়েছে। সেখানে আমাদের চল্লিশ হাজার টাকা বাকি আছে। যে টাকা সোমবারের (২২ এপ্রিল) মধ্যে দিতে হবে। আবার ছয় মাস পরে চিকিৎসা করাতে হবে সেখানে দেড়লাখ টাকার মতো প্রয়োজন। কিন্তু আমার মামা তার সবকিছু বিক্রি করে দিয়েছেন। কারো কাছে সাহায্য চায়নি। আমিও মামার চিকিৎসার জন্য টিএসসিতে কিছুদিন খাবার বিক্রি করবো।

শুক্রবার (১৯ এপ্রিল) প্রথমদিনের মতো টিএসসির মেইন গেটে খাবার বিক্রি করেন তিনি। শনিবার বিকেল তিনটার পর থেকে খাবার বিক্রি করবেন বলে তিনি জানান।

এদিকে ফারাজানার এমন উদ্যোগের প্রশংসা করছেন সবাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছেন। তাকে সহযোগিতা করতে চাইলে ০১৭৩৯৮৯৩৫০৪ (বিকাশ) এবং ০১৫২১৩১৯১০৯৫ (রকেট) এই নম্বর দু’টিতে সাহায্য পাঠানোর অনুরোধ করেছেন ফারাজানার বান্ধবীরা।   

হার্টে ব্লক ধরা পড়লে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন ফারজানার মামা আবু মুসা। সেখানে তার অপারেশন হয়। বর্তমানে আবু মুসা হাসপাতালের ডি-ব্লকে চিকিৎসাধীন।

Bootstrap Image Preview