Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ট্যুরিজম মেলার শেষদিনে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০২:১০ PM
আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ০২:১৩ PM

bdmorning Image Preview


কাজ করতে করতে মানুষ যখন হাপিয়ে উঠে তখন তাদের মৌনিক প্রশান্তির জন্য প্রয়োজন হয় ভ্রমনের। গত বৃহস্পতিবার বিকেলে ট্যুরিজম মেলার শুরু হলেও তেমন একটা দর্শনার্থী সমাগম ছিল না। তবে মেলার শেষদিনে আজ মেলায় দর্শনার্থী ছিল চোখে পড়ার মতো।

মেলার প্রতিটি স্টলেই ছিল দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। মেলার প্রথম দু'দিন দর্শনার্থীদের খোজ-খবর নিতে দেখা গেলেও এদিন বেশিরভাগ দর্শনার্থীই তাদের পছন্দের দেশে ট্যুরের বুকিং দেওয়ার জন্য এসেছেন। এদিন সকাল থেকেই দর্শনার্থী সমাগম হতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীর চাপ বেড়েছে।

মেলায় উপস্থিত বিভিন্ন এজেন্সির সাথে কথা বলে জানা গেছে, মেলা প্রথম দিন তেমন একটা দর্শনার্থী সমাগম ছিল না। তবে দ্বিতীয় দিন মোটামুটিভাবে দর্শনার্থী সমাগম থাকলেও সবাই এসেছিলেন দেখার জন্য। আজ শেষদিনে যারা এসেছেন তারা সবাই তাদের পছন্দের দেশে ট্যুরের বুকিং দিচ্ছেন।

এদিন ইউএস-বাংলা এয়ারলাইন্সের স্টলের সামনে দেখা গেছে বেশ ভিড়। সেখানে কথা হয় এসআর এক্সিকিউটিভ রকিবুল হাসানের সাথে। তিনি বলেন, আমরা ব্যাপক সাড়া পেয়েছি। আর এবারের মেলার সবচেয়ে বড় আকর্ষণ ঢাকা-ব্যাংকক রুটে ২৫ শতাংশ ছাড়। ঢাকা-কুয়ালালামপুর রুটে ১৫ শতাংশ, সিঙ্গাপুর-গোয়াংজু রুটে ১০ শতাংশ ছাড়। আর দেশের অভ্যন্তরে ১০ শতাংশ ছাড়া অফারের কারণে অনেকেই তাদের টিকিট বুকিং করছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিজনেস ডেভোলপমেন্ট অফিসার শাহীন মাহমুদ বিডিমর্নিংকে বলেন, আমাদের ক্রেডিট কার্ড ব্যবহার করে ট্যুরের বুকিং দিলে থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। আমাদের ক্রেডিট কার্ড দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বুকিং দিলে ২০ শতাংশ ছাড় পাওয়া যাবে, ইউএস-বাংলায় ১০ শতাংশ, রিজেন্টে ১২ শতাংশ, নভোএয়ারে ৬ মাসের কিস্তি সুবিধা থাকছে। এছাড়া আরও অনেক ধরনের সুবিধা থাকায় দর্শনার্থীরা আমাদের সেবায় আকৃষ্ট হচ্ছেন।

অবকাশডট.কমের ট্যুর কাউন্সিলর মাসুম হোসেন ভুইয়া বিডিমর্নিংকে বলেন, মেলা উপলক্ষে আমরা ৫ শতাংশ ছাড়ের অফার রেখেছি। যা ফলে ব্যাপক সাড়া পেয়েছি। আজকে শেষদিনে অনেকেই আমাদের এখান থেকে তাদের ট্যুর বুকিং দিয়েছে।

মিরপুর ১২ নম্বর থেকে বন্ধুবান্ধব নিয়ে মেলায় এসেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিনা আহসান। তিনি বলেন, ঈদের ছুটিতে দেশের বাইরে ট্যুরে যাবো। সিকিম যাওয়ার ইচ্ছা আছে আমাদের। তাই মেলায় এসেছি বুকিং দিতে।

গুলসান-২ থেকে এসেছেন নব-বিবাহিত দম্পতি কবীর ও রুসবী। হানিমুনে ইন্দোনেশিয়ার বালিতে যাবেন তারা। এই দম্পতি বলেন, আমরা গতকালও এসেছিলাম মেলায়। গতকাল প্যাকেজগুলো দেখে গেছি। আজকে মূলত বুকিং দেওয়ার জন্য এসেছি।

Bootstrap Image Preview