Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বুড়িমারী স্থল বন্দরে চাঁদাবাজি বন্ধে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এমপি

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ১০:২৫ AM
আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ১০:২৬ AM

bdmorning Image Preview


লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল বন্দরে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে। এ চাঁদাবাজি বন্ধে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন।

তিনি বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে জেলার হাতীবান্ধায় প্রেস ইনস্টিটিউটি বাংলাদেশের সাংবাদিক বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনিঅনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের কাছে এ সহযোগিতা চান। 

হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার দে’র সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, আলোকিত বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখার হোসন মাসুদ, কালীগঞ্জ প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম হেলাল, পাটগ্রাম প্রেসক্লাব সম্পাদক আজিজুল ইসলাম দুলাল, হাতীবান্ধা প্রেসক্লাবের সাবেক সম্পাদক নুরল হক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জেলা ইউনিটের সম্পাদক আসাদুজ্জামান সাজু। 

সভায় প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩৫ জন সাংবাদিকের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
 

Bootstrap Image Preview