Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘প্যারোলের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি খালেদা জিয়া’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ০১:২৮ PM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ০১:৪০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


প্যারোলে মুক্তির বিষয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোনো সিদ্ধান্ত দেননি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশিত হচ্ছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে  ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,আমি পরিষ্কার করে বলতে চাই, খালেদা জিয়া প্যারোলে যাওয়ার জন্য কোনো সিদ্ধান্ত দেননি।

পহেলা বৈশাখ, ১৬ ডিসেম্বর- এমন কিছু বিশেষ দিনে বিএনপি নেতারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। তেমনি পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ তারিখও খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করা হয়। এখানে নতুন কিছু আবিষ্কার করার সুযোগ নেই।

বিএনপি মহাসচিব আরও বলেন, দেশে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে নির্বাচন হচ্ছে। এসব নির্বাচনে এমন ব্যক্তিদের নির্বাচন করা হয়, যারা মানুষের অধিকার হরণ করেন।

এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকদের  মধ্যে একটি শ্রেণী অনেক ভালো। কারণ তারা একটি গোষ্ঠীর পক্ষ নিয়ে কথা বলে। এছাড়া বেশির ভাগ সাংবাদিক বেকার। যারা ‘উপনিবেশবাদ’, ‘আধিপত্যবাদের’ বিরুদ্ধে কথা বলেন, তাদের চাকরি থাকে না। ফলে একের পর এক পত্রিকা বন্ধ করে দেয়ার ঘটনা ঘটে। এ সময় তিনি হলুদ সাংবাদিকতা পরিহার করার আহ্বান জানান।

এদিকে দেশের মানুষের অধিকার নেই দাবি করে মির্জা ফখরুল বলেন, দেশে এখন ন্যায়বিচার পাওয়া যায় না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের সঙ্গে উল্টো আচরণ করছে। আগে টেলিভিশনে অনেক ব্যক্তি টকশোতে কথা বলতেন। এখন তারা যেন না আসতে পারেন, সেই পরিপ্রেক্ষিত তৈরি করা হয়েছে।

১৯৭১ সালে স্বাধীনতার জন্য যেমন ঐক্যবদ্ধ হয়েছিলাম, তেমনি এখন স্বাধীনতা রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। ভূ-রাজনীতির পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তন সামনে রেখেই এগোতে হবে।

সভায় আরও বক্তব্য  রাখেন, ডিইউজের নেতা এরফানুল হক নাহিদ, দিদারুল আলম ও শাহজাহান সাজুর পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন- জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক তাসনীম আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

Bootstrap Image Preview