Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০১৯ | ১২ বৈশাখ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

ফুলবাড়ীতে জাতীয় স্বাস্থ্য সপ্তাহের উদ্বোধন

হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ০৩:৫৭ PM
আপডেট: ১৬ এপ্রিল ২০১৯, ০৩:৫৭ PM

bdmorning Image Preview


দিনাজপুরের ফুলবাড়ীতে ১৬ থেকে ২০ এপ্রিল পর্যন্ত জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় এ উদ্বোধন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও আরএমও ডাঃ সঞ্জয় কুমার গুপ্ত‘র সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল।

এসময় অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রানী সম্পাদক অফিসার রনজিৎ কুমার, উপজেলা কৃষি সম্প্রসারণ  অফিসার রুম্মান আখতার, মেডিকেল অফিসার ডাঃ রেজাউল করিম, মেডিকেল অফিসার ডাঃ এনায়েতুল্লা নাজিম, মেডিকেল অফিসার ডাঃ আতিকুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ মুহ্তারেমা ফাতেমা, প্রধান সহকারী মোঃ এজাজুল ইসলাম, সেনেটারী ইন্সেপেক্টর জগদিস চন্দ্র মহন্ত, ইপিআই টেকনিশিয়ান মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন-উর-রশীদ, সাধারণ সম্পাদক, প্রভাষক মোঃ আবু শহীদ, সিনিয়ার সাংবাদিক রজব আলী, বিজয় টিভি প্রতিনিধি কমল চন্দ্র রায়, সাংবাদিক মামুনুর রশীদ প্রমুখ। 
 

Bootstrap Image Preview