Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধর্মপ্রাণ মানুষকে মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে: আমু

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯, ১০:০২ PM
আপডেট: ১৫ এপ্রিল ২০১৯, ১০:০২ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত মাদকের ব্যপারে সোচ্চার হওয়ার পরামর্শ দিয়ে শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, ধর্মীয়ভাবেও মাদক ব্যবসা ও প্রশ্রয় চরম গুনাহের কাজ। ধর্মপ্রাণ মানুষকে মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ করার আহ্বান জানান তিনি।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে ঝালকাঠি জেলা যুব উন্নয়ণ প্রশিক্ষণ কেন্দ্রে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবাদরোধে জনসচেতনতামূলক অনুষ্ঠানে এ সব কথা বলেন আমির হোসেন আমু।

আমির হোসেন আমু বলেন, যারা আমাদের দেশে মাদক সরবরাহ করছে তারা আমাদের দেশকে ধ্বংশ চক্রান্ত করছে।

ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, উপজেলা পরিষদের নবনির্বচিত চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

যুব প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview