Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেনাপোল কাস্টমস ও ঢাকা চেম্বার অব কমার্সের বাণিজ্য সংলাপ

শহিদুল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯, ০৮:০১ PM
আপডেট: ১৫ এপ্রিল ২০১৯, ০৮:০১ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোলে কাস্টমস হাউস ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আমদানি রফতানি প্রক্রিয়া সহজিকরণ শীর্ষক বাণিজ্য সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) বিকালে কাস্টমস ক্লাব বেনাপোলে কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার জাকির হোসেনের সভাপতিত্বে উক্ত বাণিজ্য সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বাণিজ্য সংলাপে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডিসিসিআইয়ের সহ-সভাপতি ইমরান আহমেদ, প্রাক্তন উর্ধ্বতন সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান, সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা, যুগ্ম-সম্পাদক আলহাজ্ব মহাসিন মিলন প্রমুখ। এ সংলাপে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন, বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষসহ বন্দর ব্যবহারকারীরা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview