Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একটানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেলো ১৭ বালক!

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯, ০৮:১১ PM
আপডেট: ১৪ এপ্রিল ২০১৯, ০৮:৫৯ PM

bdmorning Image Preview


চাঁদপুরে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ায় ১৭ বালককে দেয়া হয়েছে বাই-সাইকেল পুরস্কার। খান ফাউন্ডেশনের আয়োজনে বাইসাইকেলগুলো বিতরণ করা হয়।

আগে থেকেই খান ফাউন্ডেশনের পক্ষ থেকে এমন ঘোষণা দিয়েছিলেন মতলবের কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী সুমন খান। সাধারণত এ ধরনের উদ্যোগ খুবই কম দেখা যায়।

ঘোষণা করা হয়েছিল, যদি কোন বালক টানা ৪০ দিন জামাতের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে তাদেরকে একটি করে সাইকেল পুরস্কার দেওয়া হবে। তারপর থেকেই মসজিদে অনেক বালক নামাজ পড়তে শুরু করে, শেষ পর্যন্ত ১৭ জন বালক টিকে যায়। আরো অনেকেই ছিটকে পড়ে টানা ৪০ দিন নামাজ আদায় করতে পারিনি।

এরপর ১৭ জন বালককে পরবর্তীতে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে পুরস্কারের সাইকেলগুলো বুঝিয়ে দেওয়া হয়।

এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চাঁদপুর মতলবের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী সুমন খান। তিনি সব কিছুর আয়োজন করেন এবং উনার পক্ষ থেকে সাইকেলগুলি পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কারের পরে প্রশংসায় ভাসছেন সুমন খান।

এদিকে এরই মধ্যে ফেসবুকে সাইকেল বিতরণের ছবিটি ভাইরাল হয়েছে। যেখানে সবাই কমেন্টে লিখেছেন সুমন ভাইয়ের মত ব্যবসায়ী দেশে আরো থাকা দরকার ছিল তাইলে দেশটা পরিবর্তন হয়ে যেত। এরকম সময় উপযোগী একটি উদ্যোগ নেওয়ার জন্য তাকে অনেক ধন্যবাদ জানিয়েছেন।

Bootstrap Image Preview