Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খাদ্যকর্মকর্তাদের শতভাগ সততা নিয়ে চলতে হবে: খাদ্যমন্ত্রী

সিয়াম সাহারিয়া, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯, ০৪:৫৮ PM
আপডেট: ১২ এপ্রিল ২০১৯, ০৪:৫৮ PM

bdmorning Image Preview


সারাদেশের বিশেষ করে উপজেলা পর্যায়ের খাদ্যকর্মকর্তাদের শতভাগ সততা নিয়ে চলতে হবে। কারণ তারা সৎভাবে চললে মিলাররা ধান ও গম আরও কিছুটা বেশি দামে ক্রয় করতে পারবেন। এতে করে কৃষকরা তাদের খাদ্যপণ্যের ন্যায্য মূল্য পাবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। 

শুক্রবার (১২ এপ্রিল) বেলা ১২টায় নওগাঁর পত্নীতলায় ৫'শ মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, আসছে মৌসুমে মিলাররা যাতে কোনভাবেই সিন্ডিকেড করতে না পারে সে বিষয়ে সরকারের তীক্ষ্ণ দৃষ্টি আছে। আমি আশা করি খাদ্য কর্মকর্তারা আগের অভ্যাস ত্যাগ করে তারা সৎ ভাবে চলবে। আর সৎভাবে চললে যে টাকাটা মধ্যস্ত ভুগীরা পায় সেটা থেকে যখন বিরতি হয়ে যাবে। তখন মিলার ও কৃষকরা সবাই লাভবান হবে। 

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কামাল হোসেন, পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, পত্নীতলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মুক্তিযোদ্ধা আরমান আলী, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

উল্লেখ্য, এর পূর্বে একইদিন সকাল ১০টায় নওগাঁর বদলগাছীতে ৫'শ মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন আরো একটি খাদ্য গুদাম উদ্বোধন করেন মন্ত্রী। 


 

Bootstrap Image Preview