Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাতীয়করণের দাবিতে আবারও মাঠে নামবে প্রাথমিক শিক্ষকরা

রোমানুল ইসলাম সোহেব, দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০৭:৫০ PM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ০৮:১৭ PM

bdmorning Image Preview


জাতীয়করণের দাবিতে আবারও আন্দোলনের ঘোষণা দিয়েছেন ভোলার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ভোলা শাখার সাংগঠনিক সম্পপাদক মিজানুর রহমান।

আগামী বুধবার (১৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন ভোলার বাদ পড়া বেসরকারি প্রাথমিক শিক্ষকরা।

ভোলা জেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ইউসুফ জানান, জাতীয়করণ বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে গত বছর শিক্ষকরা মানববন্ধন ও কাফনের কাপর পড়ে মিছিল এবং ২১ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন, ধর্মঘট পালন করেন। কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতীয়করণের আশ্বাসের পরে কর্মসূচি স্থগিত করেন শিক্ষকবৃন্দ। এতদিনেও তা বাস্তবায়ন না হওয়ায় আবারও আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভোলার বাদপরা বেসরকারি প্রাথমিক শিক্ষকরা।

Bootstrap Image Preview