Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্যবসায়ীর গলা কেটে হত্যাচেষ্টা, নগদ টাকা লুট

এম এ ইউসুুফ, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০৪:৫৪ PM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ০৪:৫৪ PM

bdmorning Image Preview


নওগাঁর রাণীনগরে দুই জন মোটরসাইকেল ব্যবসায়ীর হাত-পা ও মুখ বেঁধে মারপিট করে ধারালো অস্ত্রের মুখে প্রায় পৌনে দুই লক্ষ টাকা লুটের ঘটনা ঘটেছে। এ সময় সংঘবদ্ধ চক্র তাদেরকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরের মাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে রশি, দেশীয় চাকু ও একটি মদের বোতল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হোতা এবাদুলের স্ত্রী জলি বিবিকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়া হয়েছে।

জানা গেছে, বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার সুখানগাড়ী গ্রামের রইচ উদ্দীনের ছেলে মামুন হোসেন (৩২) দীর্ঘদিন ধরে পুরাতন মোটরসাইকেল কেনা-বেচার ব্যবসা করে আসছিলেন। ব্যবসার মাধ্যমে নওগাঁর রাণীনগর উপজেলার ঝালঘড়িয়া গ্রামের জুয়েল হোসেন (৩৩) এর সাথে পরিচয় হয়। এর ধারাবাহিকতায় বুধবার (১০ এপ্রিল) সন্ধ্যায় জুয়েল মোবাইল ফোনে মামুনকে জানান- একটি মটরসাইকেল বিক্রি হবে।

এমন খবরের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সকালে মামুন এবং বগুড়া জেলার কাহালু উপজেলার স্থলপাড়া রামুজি গ্রামের সোলাইমান আলীর ছেলে আব্দুল আলিম (৪০) রাণীনগরে আসে। এ সময় জুয়েল হোসেন বলে, রাণীনগর সদরের মাছ বাজারস্থ ভাড়া বাসায় বসবাসরত আত্রাই উপজেলার ভোপাড়া গ্রামের জয়েন আলীর ছেলে ‘এবাদুল’ নামের একজন তার মোটরসাইকেল বিক্রি করবে বলে তিন জনই ওই বাসায় যায়।

বৃহস্পতিবার সকালে পূর্বপরিকল্পনা অনুযায়ী মোটরসাইকেল বিক্রেতা এবাদুল ও তার ৪/৫ জন সহযোগী প্রথমে জুয়েলকে ডেকে নিয়ে বাসার একটি ঘরে আটকে রাখে। এরপর মামুনকে ডেকে নিয়ে তার হাত-পা, মুখ বেঁধে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে মারপিট করে প্রায় এক লক্ষ ৭৫ হাজার টাকা লুট করে নেয়। পরিশেষে মামুনের সঙ্গে থাকা আব্দুল আলিমকে ডেকে নিয়ে তাকেও হাত-পা, বেঁধে মারপিটসহ ধারালো চাকু দিয়ে গলা কেটে হত্যা চেষ্টা করা হয় বলে মামুন হোসেন দাবি করেছেন।

এ সময় তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে সংঘবদ্ধ চক্রের সবাই পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দেয়। আব্দুল আলিমের মুখে, গলায় ও হাতে  ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রশি, ধারালো চাকু ও হাফ লিটার একটি বাংলা মদের বোতল উদ্ধারসহ জিজ্ঞাসাবাদের জন্য মূলহোতা এবাদুলের স্ত্রী জলি বিবিকে থানায় নিয়ে আসে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান বলেন, এ ঘটনায় মূলহোতা এবাদুলসহ ৪/৫ জনের সংঘবদ্ধ চক্র পালিয়ে গেলেও এবাদুলের স্ত্রী জলিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থল থেকে রশি, ধারালো চাকু ও হাফ লিটার বাংলা মদের একটি বোতল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে রাণীনগর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview