Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার নরসিংদীতে তিনবোনকে পুড়িয়ে হত্যারচেষ্টা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ০৫:২৮ PM
আপডেট: ০৯ এপ্রিল ২০১৯, ০৫:২৮ PM

bdmorning Image Preview


নরসিংদীর রায়পুরায় দৃর্বৃত্তদের দেওয়া আগুনে তিনবোনসহ চারজন দগ্ধ হয়েছেন। অগ্নিদগ্ধ চারজনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ দুইজনকে আটক করেছে।

মঙ্গলবার ভোরে লোচনপুর গ্রামে সামসুউদ্দিনের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।

দগ্ধ তিনবোনসহ চারজন হলেন, টুনি (১৬), সুইটি (১৪), প্রীতি (১২) ও তাদের ফুফু খাতুন নেছা (৬৫)।

স্থানীয়রা জানান, ভোরে চিৎকারে তারা ঘটনাস্থলে যায়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।

জানা যায়, সম্প্রতি লোচনপুরের দুলাল মিয়া হত্যাকাণ্ডের পর থেকে অভিযুক্ত বিপ্লব মিয়ার পরিবার পলাতক ছিল। পরে আদালত থেকে কিছুদিন আগে জামিনে মুক্তি পেয়ে গতকাল সোমবার নিজ বাড়িতে আসেন বিপ্লব মিয়ার পরিবার। এরপর নিজ বাড়িতেই অগ্নিদগ্ধ হয় বিপ্লব মিয়ার পরিবারের তিন বোন ও ফুফু। তবে কিভাবে অগ্নিদগ্ধের এই ঘটনা তা জানেন না এলাকাবাসী।

রায়পুরা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, লোচনপুর গ্রামে আগুন লেগেছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যাই। কিন্তু সেখানে আগুনে দ্বগ্ধ বা আগুনের কোনো আলামত পাওয়া যায়নি।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কবির জানান, এলাকায় পরপর দুইটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি দগ্ধদের দুই ভাই সোহাগ ও বিপ্লব। তারা এখন পলাতক। সেই ঘটনার জের ধরে অন্য কেউ এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিদগ্ধের প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।

Bootstrap Image Preview