Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধামরাইয়ে শিক্ষা সফরের বাস খাদে, আহত ৩১ 

নাঈম ইসলাম, সাভার প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ০৪:৪৫ PM
আপডেট: ০৯ এপ্রিল ২০১৯, ০৪:৪৫ PM

bdmorning Image Preview


ঢাকা ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় কাভার্ড ভ্যানের সাথে পিকনিকের একটি বাসের সংঘর্ষে বাসটি খাদে পড়ে যায়।এসময় পাটগ্রাম সরকারী অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষকসহ ৩০ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ১২টায় সময় ঢাকা-আরিচা মহাসড়কে শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে পাটগ্রাম সরকারি অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা সফরের উদ্দেশ্য হরিরামপুর থেকে বাসযোগে ধামরাই সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় পৌছলে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান শিক্ষা সফরের বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি পল্টি খেয়ে রাস্তার উত্তর পাশে খাদের মধ্যে পড়ে যায়।

এসময় একজন শিক্ষকসহ ৩০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদের ডাকাডাকি চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে শ্রীরামপুর মমতাজ বদরুদ্দিন জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

এবিষয়ে গোলড়া হাইওয়ে থানার (ওসি) মোঃ লুৎফর রহমান জানান, একটি শিক্ষা সফরের ভিলেজ লাইন বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষে বাসটি খাদে পড়ে একজন শিক্ষকসহ ৩০ শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে আবুল হাসনাত সোয়াদকে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  

Bootstrap Image Preview