Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৯ ঘন্টা চেষ্টায় কুমিল্লা ইপিজেডের স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ১০:১৭ AM
আপডেট: ০৯ এপ্রিল ২০১৯, ১০:১৭ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার পরে কারখানার গোডাউন থেকে আগুনের সূত্রপাত। রাত দশটা থেকে কুমিল্লা ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করলেও, সর্বশেষ ১১টি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সফল হয়। ৯ ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোণ প্রাণহানির  হয়নি। 

মঙ্গলবার (৯এপ্রিল) ভোর ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ওই কারখানার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাত ১টা থেকে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করলেও সর্বশেষ ১০টি ইউনিট একযোগে কাজ করছে।

এ ব্যাপারে কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রতন কুমার নাথ জানায়, ফ্যাক্টরিটির কাঠমো লোহার হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছিল। তবে রাতের অন্ধকারে আগুন নেভানোর কাজ করতে সমস্যা হলেও ভোরের আলো ফোটার সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা আরো দ্রুত আগুন নির্বাপন কাজ করতে সক্ষম হয়। 

Bootstrap Image Preview