Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুইদিন পর ছেলের বিয়ে, দেখে যেতে পারলেন না টেলি সামাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ০১:১০ PM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ০১:১০ PM

bdmorning Image Preview


সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা টেলি সামাদ। গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের নয়াগাঁওয়ে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবেরর পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন তিনি।

দুইদিন পর ছেলের বিয়ে। সকল আয়োজনের ব্যবস্থা করা হয়েছিলো। কিন্তু ছেলের বিয়ে দেখে যাওয়া টেলি সামাদের ভাগ্যে ছিলো না। তার মৃত্যুতে বিয়ের উৎসবে শোকের ছায়া নেমে এসেছে।

টেলি সামাদের ছেলে দিগন্ত বলেন, ‘দুইদিন পর আমার বিয়ে। অথচ আমার বউকে দেখে যেতে পারলো না বাবা। শুধু আমার হবু স্ত্রীর ছবি দেখেছিলেন।’

দিগন্তের বিয়ে পারিবারিকভাবে ঠিক হয়েছে। পাত্রী নাদিয়া সুলতানা এখনো পড়াশোনা করছেন। পুত্রবধুর ছবি দেখে বেশ খুশি হয়েছিলেন সদ্য প্রয়াত এই অভিনেতা।

জানা যায়, আগামী ১০ এপ্রিল হবে গায়ে হলুদ এবং ১২ এপ্রিল বিয়ের দিন ধার্য করা হয়েছে। গায়ে হলুদ এবং বিয়ে অনুষ্ঠিত হবে ফার্মগেট তেজতুরি রোডের একটি কনভেনশন সেন্টারে। আগামী ১৩ এপ্রিল গুলশানের এবাকাস কনভেনশন হলে অনুষ্ঠিত হবে বৌভাত।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় ভুগছিলেন টেলি সামাদ। গত শনিবার (৬ এপ্রিল) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Bootstrap Image Preview