Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বর্তমান সরকার ক্রীড়াবান্ধব সরকার: মুকুল

রোমানুল ইসলাম সোহেব, দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ০৬:৪৩ PM
আপডেট: ০৭ এপ্রিল ২০১৯, ০৬:৪৩ PM

bdmorning Image Preview


'সারা বাংলাদেশে একযোগে পহেলা জানুয়ারিতে ৩৫২১৮৩৫ জন শিক্ষার্থীকে বিনামূল্যে বই বিতরণ করেছেন বর্তমান ক্রীড়াবান্ধব সরকার।বিএনপি-জামায়াত যখন ক্ষমতায় ছিলো তখন লুটপাট ও চাদাঁবাজি করে বেড়িয়েছে, দেশের কোন উন্নয়ন করেনি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের অনেক উন্নয়ন হয়েছে। দেশ মধ্যে আয়ে উপনিত হয়েছে।'

আজ রবিবার বেলা ১টায় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আযম মুকুল দৌলতখান বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫২তম বার্ষিক ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দ্যেশে বলেন, তোমাদের পড়াশোনা ও খেলা ধুলার প্রতি আরো বেশি মনোযোগী হতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভবানিপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম নবী নবু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান হামিদুর রহমান টিপু, পৌর কাউন্সিলার ফয়েজ উল্লাহ ফয়েজ ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Bootstrap Image Preview