Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আল্লাহ তাকে জান্নাতবাসী করুন: অঞ্জনা

নিজস্ব প্রতিবেদক, বিএফডিসি থেকে
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ১২:৫৮ PM
আপডেট: ০৭ এপ্রিল ২০১৯, ০২:৩৯ PM

bdmorning Image Preview


'টেলি সামাদ কখনো কারো প্রতি রাগ করে কথা বলেননি। তিনি সবসময় প্রফুল্ল ও উৎফুল্ল মনের মানুষ ছিলেন। তিনি কখনো কাউকে দুঃখ বা কষ্ট দিয়ে কোনো কথা বলেননি। তার সাথে আমি শতাধিক ছবিতে কাজ করেছি তিনি কখনো কাউকে অবহেলা অবজ্ঞা করেননি। একজন সহশিল্পীর প্রতি মায়া, মমতা ও সহযোগিতা দিয়ে তিনি কাজ করতেন।'

আজ রবিবার টেলিসামাদকে শেষ শ্রদ্ধা জানাতে এসে বিএফডিসিতে এ কথা বলেন বাংলা চলচিত্র জগতের অন্যতম অভিনেত্রী অঞ্জনা।

এর আগে প্রখ্যাত সংগীত শিল্পী ফকির আলমগীর বলেন,  টেলিসামাদ মূলত চলচ্চিত্রের কৌতুক অভিনেতা থাকলেও তিনি আবৃত্তিশিল্পী ফোক গানের অন্যতম ব্যক্তিত্ব ছিলেন। তিন চলচ্চিত্রে মানুষকে খুব সহজেই আপন করে নিয়ে ছিলেন। চলচ্চিত্রের পাশাপাশি তিনি বিভিন্ন মঞ্চ নাটকে গান পরিবেশন করতেন। আমরা একসময় অনেক প্রোগ্রাম এ  এক সাথে গিয়েছি।

তিনি বলেন, চলচ্চিত্র বান্ধব সরকার যদি নতুন শিল্পী নির্মাণে এগিয়ে আসে তাহলে আমরা টেলিসামাদদের অভাব পূরণ করতে পারব।

উল্লেখ্য, গতকাল বেলা ১১ টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টেলি সামাদ। অনেক দিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন ৭৯ বছর বয়সী এই অভিনেতা।

Bootstrap Image Preview