Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রূপপুর গ্রিনসিটিতে অগ্নিকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ নিরাপত্তার সিদ্ধান্ত

গোপাল অধিকারী, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ১০:০৮ AM
আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ১০:১৯ AM

bdmorning Image Preview


বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন আবাসিক প্রকল্প গ্রিনসিটিতে বহুতল ভবন সমূহে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার (৩ এপ্রিল) গণপূর্ত বিভাগ পাবনার আয়োজনে বহুতল ভবনের ফায়ার সেফটি এবং ফায়ার ডিটেকশন এন্ড প্রটেকশন সিস্টেম বিষয়ের উপর এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

এ সময় মন্ত্রী অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে বলেন, এখানে এমন ব্যবস্থা রাখতে হবে যা দৃষ্টান্তমূলক ও অনুকরণীয় হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন- প্রকল্প পরিচালক ড. সৌকত আকবর, নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোং লিঃ এর উপদেষ্টা মনিরুল ইসলাম, পরমাণু শক্তি কমিশনের সদস্য (জীববিজ্ঞান) ডাঃ সানোয়ার হোসেন, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহা, নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলম, প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস, ফায়ার ডিফেন্স সার্ভিসের সহকারী পরিচালক সাইফুল ইসলামসহ প্রমুখ।

সভায় ফায়ার সেফটির সামগ্রিক দায়িত্ব গণপূর্ত বিভাগের উপর ন্যস্ত করা হয়। নির্মাণাধীন ২০টি বহুতল ভবনের প্রতিটিতে ২ জন করে ফায়ারম্যান নিয়োগসহ সার্বক্ষনিক ফায়ার ফাইটিং টিম গঠন এবং প্রয়োজনীয় সকল প্রকার ফায়ার ইকুইপমেন্ট রাখার ব্যবস্থা এবং প্রশিক্ষণের জন্য ফায়ার ডিফেন্স বিভাগের উপর দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এরআগে প্রকল্পের প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে মন্ত্রী ইয়াফেস ওসমান নিজে টিটেনাস ভ্যাকসিন গ্রহণ করে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। প্রকল্পে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে ড. সৌকত আকবর জানিয়েছেন। এসময় তিন শতাধিক কর্মকর্তা ও কর্মচারীদের টিকা প্রদান করা হয়।

Bootstrap Image Preview