Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শার্শায় পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ২

শহিদুল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০৮:৪৭ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ০৮:৪৭ PM

bdmorning Image Preview


যশোরের শার্শার নাভারণে পৃথক অভিযানে এক কেজি গাঁজা ও ২৫ পিস ইয়াবাসহ এক বৃদ্ধা নারী ও যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ।

সোমবার (১ এপ্রিল) দুপুরের সময় যশোর সাতক্ষীরা সড়কের শ্যামলাগাছি নামক স্থান থেকে এ গাঁজা ও ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।

আটকবৃদ্ধা নারী মাদক ব্যবসায়ীর নাম জাহিদা বেগম (৬০) ঝিকরগাছা উপজেলার নতুনহাট-বড়মেঘলা গ্রামের মৃত বেলায়েত আলীর স্ত্রী। আটককৃত মাদক ব্যবসায়ী যুবকের নাম প্রসেনজিত বাইন (২২)। সে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার চালিঘাট গ্রামের চিত্ত বাইনের ছেলে।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া জানান, যশোর বেনাপোল মহাসড়কের শ্যামলাগাছি নামক স্থানে বেনাপোল থেকে যশোর অভিমুখে ছেড়ে আসা একটি বাসে তল্লাশী করার সময় সন্দেহভাজন প্রসেনজিত বাইনের দেহ তল্লাশী করে তার কাছে থাকা ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এর আধা ঘন্টা পরে একই মহাসড়কের গাজির দরগাহ তেল পাম্পের সামনে একটি ইজিবাইকে থাকা সন্দেহভাজন বৃদ্ধা মহিলার কাছে থাকা পলিথিনে মোড়ানো অবস্থায় এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শার্শা ও ঝিকরগাছা থানায় মাদক আইনে পৃথক পৃথক মামলা দিয়ে মাদক ব্যবসায়ী জাহিদা বেগম ও প্রসেনজিত বাইনকে উদ্ধারকৃত মাদকসহ থানায় হস্তান্তর করা হয়েছে।

Bootstrap Image Preview