Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আবরারের ব্যাগটি ফেরত চায় পরিবার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ০৯:২৭ PM
আপডেট: ২৫ মার্চ ২০১৯, ১০:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীর বাড্ডা কুড়িলে প্রগতি সরণীর জেব্রা ক্রসিংয়ে বাসচাপায় নিহত শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর  ব্যাগটি খুঁজে পাচ্ছে না তার পরিবার। ১৯ মার্চ সুপ্রভাত পরিবহনের বাস চাপা দিয়ে তাকে হত্যা করার সময় ব্যাগটি তার সাথে ছিল।

আবরার মামা মাসুদ বলেন, ব্যাগের মধ্যে আবরারের এ-লেভেল এবং ও-লেভেলের মূল সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজ, খাতা ও বই ছিল। ওই দিন এয়ারফোর্সে আইএসএসবি’তে (ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ডে) একটি পরীক্ষার জন্য পেপারগুলো নিয়ে গিয়েছিল।

তিনি আরো বলেন, ব্যাগে টাকা-পয়সা তেমন কিছু ছিল না, শুধু কিছু কাগজ ছিল। আবরারের অর্জনগুলোও হারিয়ে গেলে তার মা-বাবার কষ্টটা বাড়বে। এগুলো কারো উপকার আসবে না কিন্তু তার মা-বাবার কাছে এখন অমূল্য সম্পদ। তাই কেউ ব্যাগটির সন্ধান দিতে পারলে তার পরিবার কৃতজ্ঞ থাকবে। ব্যাগটির সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট দেওয়া হয়েছে। ব্যাগটি কারও সন্ধানে থাকলে আবরারের মামা মাসুদ (০১৮১৯-২৩১৬০৮) ও তার বন্ধু নাজমুস সাকিবের (০১৬৭৯-৩২৫৩৪৯) নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

আবরার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি)-এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ছিলেন।

গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, নিহতের ব্যাগ হারিয়ে যাওয়ার বিষয়ে পুলিশকে জানানো হয়নি। পুলিশ হেফাজতে কোনো ব্যাগ নেই। ব্যাগটি কেউ পেলে থানায় পৌঁছে দেওয়ার অনুরোধ করেন তিনি।

Bootstrap Image Preview