Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রেললাইন পরিচ্ছন্নতার কাজে নানা গাফিলতি

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ০৫:১৫ PM
আপডেট: ২৫ মার্চ ২০১৯, ০৫:১৫ PM

bdmorning Image Preview


নরসিংদীতে রেললাইনে প্রতি ৫ কিলোমিটারে মেরামত কাজে ৫ থেকে ৭ জন কর্মকর্তার অবস্থান থাকার কথা থাকলেও কাজ করছে মাত্র ৩ জন। তাই ধীরগতিতে চলছে কাজ। রেললাইনের দু'পাশে বনসহ বিভিন্ন ঘাস যেন না বাড়তে পারে, তার জন্য রেলওয়ে কতৃপক্ষ এ শ্রমিক নিয়োগ দেয়।

সোমবার (২৫ মার্চ) রায়পুুরা উপজেলার খানাবাড়ী এলাকায় গিয়ে দেখা যায়, রহিমুদ্দিনের নেতৃত্বে কাজ করছে ৩ জন শ্রমিক। কিন্তু থাকার কথা ছিল ৭ জনের। তাই জীবনের ঝুঁকি নিয়ে বাড়তি সময় পার করে জনসাধারনের নিরাপত্বার স্বার্থে জনবল কম তাকা সত্বেও অবিরামভাবে কাজ করে যাচ্ছে তারা।

রেলপথে প্রতি মাসে ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটে ছোট-বড় মিলিয়ে ১২০ থেকে ১৩০টি। ৯০ শতাংশ ট্রেন লাইনচ্যুত হচ্ছে শুধু লাইনে পর্যাপ্ত পরিষ্কার না থাকায় ও লাইনে ক্লিপ ছুটে থাকায়। তাছাড়া স্লিপার ও ক্লিপ না থাকায়ও লাইনচ্যুত হচ্ছে ট্রেন।

দেশের মোট ২ হাজার ৮৭৭ কিলোমিটার রেল লাইনে প্রতি বছর ২২ লাখ ঘনফুট পাথর প্রয়োজন হলেও দেয়া হচ্ছে ৭ থেকে ৮ লাখ ঘনফুট পাথর।

অনুসন্ধানে দেখা গেছে, প্রায় প্রতিটি লাইনচ্যুতির ঘটনায় ট্রেনের ইঞ্জিন কিংবা বগি ক্ষতিগস্ত হয়। কখনও কখনও উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায় একাধিক বগিসহ ইঞ্জিনও। এসব দুর্ঘটনায় বগি, ইঞ্জিন ও রেল লাইনের ক্ষয়ক্ষতিসহ সাধারণ যাত্রীদের প্রাণও ঝরছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, নরসিংদীর রায়পুরা, আমিরগঞ্জ, খানাবাড়ী, দৌলত কান্দিতে রেল লাইনেই পর্যাপ্ত পরিমাণে পাথর থাকলেও বিভিন্ন আগাছায় ঘীরে আছে পাথরগুলো।

কর্মরত শ্রমিক বিল্লাল মিয়া বলেন, দীর্ঘ ৪ বৎসর যাবৎ আমাদের জনবল কম থাকায় আমাদের কাজ করতে একটু বিলম্ব হচ্ছে। তাই যেহেতু এটি ডাবল লাইন হয়েছে তাই আমরা ৩ জনে কাজ করতে অনেক সময় রাত হয়ে যায়। ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুততর সময়ে আমাদের এই পরিচ্ছন্নতার কাজে জনবল নিয়োগ করলে কাজ করতে একটু সহজ হবে।

নরসিংদী রেলওয়ে দায়িত্বে থাকা কর্মকর্তা কাউছার হাবীব বলেন, এ সমস্ত পরিচ্ছন্নতার কাজে জনবল কম থাকায় আমাদের মাঠ পর্যায়ের কাজ একটু ধীর গতিতে চলছে। ঘোড়াশাল থেকে ভৈরব পর্যন্ত প্রতি ৫ কিলোমিটার দূরত্বে ৫ জনের একটি টিম করে দেওয়া হয়েছে। যেহেতু আপনি আমাকে ঘটনাটি অবগত করেছেন, তাই খানাবাড়ীর এলাকার দায়িত্বে থাকা কর্মকর্তা ডেকে এনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview