Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিকৃবি শিক্ষার্থী ওয়াসিম হত্যার প্রতিবাদে শাবিতে মানববন্ধন

শাবি প্রতিনিধি
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ০৬:২৩ PM
আপডেট: ২৪ মার্চ ২০১৯, ০৬:২৩ PM

bdmorning Image Preview


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঘোরি ওয়াসিম আফনানকে বাস থেকে ফেলে দিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন সম্মিলিত সাংস্কৃতিক জোট।

রবিবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের সামনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মী অংশগ্রহণ করে।

এসময় বক্তারা বলেন, (উদার) বাসের ঘাতক চালক ও হেল্পারের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে কোন চালক এভাবে মানুষ হত্যা করতে না পারে। মানববন্ধন শেষে জোটের আহ্বায়ক আগামীকাল সোমবার(২৫ মার্চ) দুপুর সাড়ে ১২টায় একই ঘটনার বিচারের দাবিতে এবং নিরাপদ সড়কের দাবিতে প্রতিবাদ মিছিলের ঘোষণা দেন।

অন্যদিকে দুপুর ১টায় শাবির নবীনগঞ্জ স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ওয়াসিম হত্যার প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন এবং ক্যাম্পাসে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। এসময় তারা ঘাতক চালক হেল্পারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সংগঠনের সভাপতি শামুয়েল ইসলামের সঞ্চালনায় এসময় সমাবেশে বক্তব্য রাখেন, উপদেষ্টা শোয়েব রহমান, মোফাচ্ছির মওদুদ, সাধারণ সম্পাদক শাহনাজ লিপি, সাবেক সাধারণ সম্পাদক রাজু সূত্রধর প্রমুখ।

প্রসঙ্গত, শনিবার সন্ধ্যার দিকে সিকৃবি শিক্ষার্থী ওয়াসিম আফনানকে উদার পরিবহনের একটি বাস থেকে ঢাকা-সিলেট রোডের শেরপর এলাকায় ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের হেল্পার ফেলে দেয়। ঘটনাস্থলেই বাসের চাকার নিচে পৃষ্ঠ হয়ে ওয়াসিমের মৃত্যু হয়।

 

Bootstrap Image Preview