Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফুলবাড়ী বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ০২:৫৪ PM
আপডেট: ২৪ মার্চ ২০১৯, ০২:৫৪ PM

bdmorning Image Preview


র‌্যালি ও আলোচনার মধ্য দিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়েছে।

'এখনই সময় অঙ্গীকার করা, যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়া' এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি সহযোগী সংস্থা ব্রাক এর সহযোগীতায় ও সরকারি স্বাস্থ্য বিভাগ ফুলবাড়ীর আয়োজনে রবিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে এক র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়।

এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে বিশ্ব যক্ষ্মা দিবস এর গুরুত্ব উল্লেখ্য করে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনু্িষ্ঠত হয়। আলোচনা সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার গুপ্ত, মেডিকেল অফিসার ডাঃ এনায়েতুল্লা নাজিম, ডাঃ রেজাউল করিম,উপজেলা সেনেটাররি অফিসার জগদিস চন্দ্র মহন্ত, ফুলবাড়ী ব্রাক ম্যানেজার আনন্দ সিংহ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন-উর-রশীদ, সিনিয়ার সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী, ওয়াহেদুল ইসলাম ডিফেন্স, প্লাবন গুপ্তা, জাহাঙ্গীর আলম প্রমূখ।

Bootstrap Image Preview