Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চন্দনাইশে ভোটকেন্দ্রে গোলাগুলি, গুলিবিদ্ধ পুলিশ সদস্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ১১:১০ AM
আপডেট: ২৪ মার্চ ২০১৯, ১১:১০ AM

bdmorning Image Preview


পঞ্চম উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপে ভোটগ্রহণ শুরুর পর দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে একটি ভোটকেন্দ্রে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় ফরহাদ হোসেন নামে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল ফরহাদ হোসেনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

চন্দনাইশ থানার ওসি কেশব চক্রবর্তী জানান, পূর্ব চন্দনাইশ এলাকার ওই কেন্দ্র দখলে নিতে দুর্বৃত্তদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ওই পুলিশ কনস্টেবল আহত হন। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ চট্টগ্রামের চার উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। উপজেলাগুলো হচ্ছে- বোয়ালখালী, পটিয়া, চন্দনাইশ ও বাঁশখালী।এসব উপজেলায় নয় লাখ ৩২ হাজার ৬৬৫ জন ভোটার ভোট দেবেন। এ লক্ষে প্রস্তুত করা হয়েছে ৩৬৮টি ভোটকেন্দ্রের দুই হাজার ৪৯৭টি কক্ষ।

Bootstrap Image Preview