Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাগুরার ৪ উপজেলায় চলছে ভোটগ্রহণ

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ১০:২৮ AM
আপডেট: ২৪ মার্চ ২০১৯, ১০:৩০ AM

bdmorning Image Preview


মাগুরা সদর, শালিখা, মহম্মদপুর ও শ্রীপুর উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

চারটি উপজেলার ২৭৭ টি কেন্দ্রে আজ রবিবার সকাল ৮টা থেকে একযোগে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর মাগুরা শহরের মডেল প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮ টায় ভোট দেন। এসময় তিনি ভোট শান্তিপূর্ণ হবার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদ ব্যক্ত করেন। তবে ভোট গ্রহণের শুরুতে শহরের বেশ কিছু কেন্দ্রে গিয়ে ভোটারদের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।

এবার মাগুরার ৪টি উপজেলায় চেয়ারম্যান পদে ১৬, পুরুষ ভাইস চেয়ারম্যান ২৩ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্ধন্দিতা করছেন। যেখানে মোট ভোটার সংখ্যা ৬ লক্ষ ৮৫ হাজার ৫০৪ জন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ৩ জন পুলিশ, ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছে। এ ছাড়া র‌্যাবের ৪টি টহল টিম, ৬ প্লাটুন বিজিবি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রিটের নেতৃত্বে ৪টি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৪টিসহ মোট ৮টি ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করছেন। 

Bootstrap Image Preview