Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পোল্যান্ডে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ১০:৫২ PM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ১০:৫২ PM

bdmorning Image Preview


পোল্যান্ডের রাজধানী ওয়ার্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পালিত হচ্ছে ‘মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে আগামী ২৬শে মার্চ মঙ্গলবার সকাল ১০টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

২২ মার্চ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞপ্তিতে জানানো হয় এ অনুষ্ঠানে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বাণী পাঠ ও আলোচনা  সভায় বক্তব্যে রাখবেন পোল্যান্ড নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহফুজুর রহমান।

এদিকে সন্ধ্যা সাড়ে ছয়টায় পোল্যান্ড নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদুত মাহফুজুর রহমানের পক্ষ থেকে পোল্যান্ডে এক কূটনৈতিক সংর্বধনার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে পোল্যান্ড বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন দূতাবাসের প্রথম সচিব অর্নিবান নিয়োগী।

Bootstrap Image Preview