Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝালকাঠিতে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ০৫:৪৭ PM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ০৫:৪৭ PM

bdmorning Image Preview


আগামীকাল রবিবার ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে ঝালকাঠির ৪ উপজেলার প্রতিটি কেন্দ্রে পৌঁছে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম।

আজ শনিবার সকাল ১১টা থেকে জেলা নির্বাচনী কার্যালয় থেকে স্বচ্ছ ব্যালট বাক্সসহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী বুঝে নেয় প্রিজাইডিং কর্মকতাসহ দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীরা।

আনসার-পুলিশসহ আইনশৃঙ্খলায় নিয়োজিতরাও কেন্দ্রে পৌঁছে যাচ্ছে। জেলার ৪টি উপজেলার ৩২টি ইউনিয়নের ২৩৭টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৪০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৬ হাজার ৪৯৫ ও মহিলা ভোটার ২ লাখ ৩২ হাজার ৯০৭ জন।

৪টি উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী রয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রতিদ্বন্দিতা করছে।

প্রসঙ্গত, জেলার নলছিটি উপজেলায় চেয়ারম্যান পদে ইতোমধ্যেই একজন বিনা প্রদ্বিন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Bootstrap Image Preview